হাসিনার সাথে মোদির যে চুক্তিগুলো বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার
১) ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (স্বাক্ষরের সাল: ২০১৮, সিদ্ধান্তের ধরন: বাতিল)
২) অভ্যন্তরীণ জলপথের সম্প্রসারণ (স্বাক্ষরের সাল: ২০১৮, সিদ্ধান্তের ধরন: বাতিল)
) আসামে আসবাবপত্র পরিবহন (স্বাক্ষরের সাল: ২০১৮, সিদ্ধান্তের ধরন: বাতিল)
৪) ফেনী নদী পানি বণ্টন সংক্রান্ত (স্বাক্ষরের সাল: ২০১৯, সিদ্ধান্তের ধরন: বাতিল)
৫) কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত (স্বাক্ষরের সাল: ২০২২, সিদ্ধান্তের ধরন: বাতিল)
৬) বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (স্বাক্ষরের সাল: ২০১৭, সিদ্ধান্তের ধরন: বাতিল)
৭) ফায়রাবাদ প্রকল্প বন্ধের মাধ্যমে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব (স্বাক্ষরের সাল: ২০১৯, সিদ্ধান্তের ধরন: বাতিল)
৮) সিলেট-শিলচর সংযোগ প্রকল্প (স্বাক্ষরের সাল: ২০২০, সিদ্ধান্তের ধরন: বাতিল)
৯) পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প (স্বাক্ষরের সাল: ২০২০, সিদ্ধান্তের ধরন: বাতিল)
১০) ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরাসারাই ও মংলা IEZ) (স্বাক্ষরের সাল: ২০১৯, সিদ্ধান্তের ধরন: বাতিল)
১১) জামদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (স্বাক্ষরের সাল: ২০১৭, সিদ্ধান্তের ধরন: পুনর্বিবেচনা)
১২) গঙ্গা পানি বণ্টন চুক্তি (স্বাক্ষরের সাল: ১৯৯৬, সিদ্ধান্তের ধরন: নবায়ন/পুনর্বিবেচনা)
১৩) তিস্তা পানি বণ্টন চুক্তি (স্বাক্ষরের সাল: ২০১১, সিদ্ধান্তের ধরন: বাস্তবায়নের জন্য আলোচনা)
১৪) ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSE-এর সঙ্গে টার্ন বোট চুক্তি (স্বাক্ষরের সাল: ২০১৪, সিদ্ধান্তের ধরন: বাতিল)

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url