বেহেশতের সৌন্দর্য অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়।


 বেহেশতের সৌন্দর্য অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়।


কুরআনে আল্লাহ তায়ালা বলেন —


“আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি, যা কোন চোখ কখনো দেখেনি, কোন কান কখনো শোনেনি, আর মানুষের মনে যার ধারণাও আসেনি।”

— (সহীহ বুখারী, সহীহ মুসলিম)


মানে দাঁড়ায় — আমরা যতই কল্পনা করি না কেন, বেহেশতের রূপ তার চেয়েও অসীমভাবে শ্রেষ্ঠ, শান্তিময় ও মোহনীয়।


তবে কুরআন ও হাদীসে কিছু ইঙ্গিত পাওয়া যায়, যেমন —

🌿 নদী বয়ে যাবে খাঁটি পানি, দুধ, মধু ও খাঁটি শরাবের।

🌺 মাটির ঘ্রাণ হবে কস্তুরীর মতো মিষ্টি।

🏡 প্রাসাদগুলো হবে মুক্তা, সোনা ও রূপায় গঠিত।

🌙 সেখানে থাকবে স্থায়ী শান্তি — নেই কোনো দুঃখ, ক্লান্তি বা ভয়।


সবচেয়ে বড় সৌন্দর্য হবে আল্লাহর দর্শন, যা সমস্ত সুখের ঊর্ধ্বে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url