ভারতে ১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে গুগল
শোনা যাচ্ছে গুগোল ১০ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে ভারতে ডেটা সেন্টার বানানোর জন্য। টাকার অংকে এটা খুবই বড়। অনেক ভারতীয় গণমাধ্যম এটাকে মহান একটা ব্যাপার হিসেবে প্রচার করছে। তবে এখানে একটা বড় 'কিন্তু' আছে।
ডেটা সেন্টার আসলে কি? সবচেয়ে সহজ ভাষায় ডেটা সেন্টার হলো হলো এমন এক জায়গা যেখানে হাজার হাজার সার্ভার একত্রিত হয়ে থাকে। আর সেটা যদি গুগোলের মত বড় কোম্পানির ডেটা সেন্টার হয় সেটা নিঃসন্দেহে বিশাল হবে। আর এই সেন্টারগুলো রাক্ষসের মত বিদ্যুৎ ও পানি খায়।
সার্ভার সর্বক্ষণ চালু রাখা লাবে তাই বিদ্যুৎ দরকার। এআই বিপ্লবের এর কারণে এই বিদ্যুৎ খরচ আরো বেড়েছে। বিদ্যুতের বেশিরভাগ আসে ফসিল ফুয়েল থেকে। ২০২৩ সালে গুগোলের ডেটা সেন্টার 14.3 million metric tons গ্রীন হাউজ গ্যাস তৈরির জন্য দায়ী ছিল। হিসাব করলে প্রায় ২৬-৩১ লক্ষ গাড়ির মোট নির্গমনের সমপরিমাণ।
এটা নিয়ে কথাবার্তা উঠলে গুগোল রিনিউএবল এনার্জি ও অন্যান্য হাবিজাবি করেও ২০২৪ সালে ১২% এর বেশী কমাতে পারে নি।
তাছাড়া আপনার ছোট ল্যাপটপের প্রসেসরকে ঠান্ডা রাখতেও একটা কুলিং সিস্টেম আছে। তাহলে হাজার হাজার প্রসেসরের ক্ষেত্রে কি হবে? এই প্রসেসর ঠান্ডা করতে প্রচুর পানি দরকার হবে। এই মূল্যবান ন্যাচারাল রিসোর্সটা ভারতের খরচ হবে। শুষ্ক অঞ্চলে বা খরাপ্রবণ এলাকার জন্য এটি বড় চাপ হতে পারে।
.jpeg)
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url