দুই বন্ধুর অসাধারণ গল্প:-

একদা দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্চিল এক বন্ধুর নাম রফিক এবং আরেক বন্ধুর নাম সফিক, তারা কথা বলতে বলতে যাচ্ছিল এক কারণে তাদের মধ্যে ঝগড়া হলো এবং এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, এবং রফিক নামের বন্ধুটি সফিককে থাপ্পড় মারল😢 আর সফিক কিছু না বলে মরুভূমির বালির মধ্যে লিখে দিল যে আজ আমার প্রিয় বন্ধ আমাকে থাপ্পড় মারছে,😓আর রফিক তার এই কথাটি দেখে অবাক হলো,😯 তারা আবার চলতে শুরু করল এবং তারা সিন্ধান্ত নিল যে তারা এক কুয়া এর মধ্যে গোসল করবে এবং গোসল করতে গিয়ে সফিক চোরা বালির মধ্যে আটকা পড়লো 🤔আর রফিক তার বন্ধু সফিক কে উদ্ধার করল চোরা বালি থেকে।🥰 সফিক আবার কথাটি লিখে রাখল পাথরের মধ্যে, আর সফিক অবাক হয়ে জিজ্ঞেস করল যে,তখন আমি তোমাকে থাপ্পর মারছি আর তুমি সেটা বালিতে লিখে রাখছ এখন তুমাকে উদ্ধার করছি যে সেটা আবার পাথরে লিখে রাখছ কিন্তু কেন তখন রফিক নামের বন্ধুটি বলল তুমি যে আমাকে থাপ্পড় মারছ সেটা যেন আমার মন থেকে বালির মতো উড়ে যায়❤️ আর তুমি যে আমাকে চোরা বালি থেকে উদ্ধার করে উপকার করছ সেটা যেন আমার মনে পাথরের মতো শক্ত হয়ে থেকে যায়❤️

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url