সীতাকুণ্ডের সুন্দর এবং দর্শনীয় ১০ টি ঝর্ণার স্থান এবং কিভাবে যাবেন তার বিবরণ:;
সীতাকুণ্ডের সুন্দর এবং দর্শনীয় ১০ টি ঝর্ণার স্থান এবং কিভাবে যাবেন তার বিবরণ:;
১)মেলখুম গিরিপথ :সীতাকুণ্ডে যতগুলো ঝর্ণা রয়েছে সব থেকে পরিস্কার হলো এই মেলখুম গিরিপথ এর পানি। এই গিরিপথ এর দুইপাশের খাড়া পাহাড় মানুষকে মুগ্ধ করে। তাই তারাতাড়ি চলে আসুন এই মেলখুম এ।
কীভাবে যাবেন : এই অদ্ভুত সোন্দর্যের জায়গাটাতে যেতে হলে আপনাকে প্রথমে ঢাকা- চট্টগ্রাম মহা সড়কে বারৈইহাট সংলগ্ন সোনাপুর বাজারে নামতে হবে, সেখান থেকে বাকি পথ হেটেঁ যেতে হবে।
২)মহামায়া লেক :চট্টগ্রামের মিরসরাই এ অবস্থিত এই লেক, এটি একটি কৃত্রীম লেক, এটির সৌন্দর্যও মানুষকে অবাক করে। এখানের সৌন্দর্য উপভোগ করার জন্য রাতে ক্যাম্পিং করে থাকতে পারেন এবং ক্যাম্পিং এর সুব্যবস্থা আছে।
কিভাবে যাবেন? : মিরসরাই এ অবস্থিত দূর্গাপুর ইউনিয়নে ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত।
৩) বোয়ালিয়া ঝর্ণা : এই ঝর্ণায় গেলে বেশ আরও কয়েকটি ঝর্ণা দেখার সুযোগ হবে। এটিও আরেকটি সুন্দর ঝর্ণা।
কিভাবে যাবেন?: এইখানে যাওয়া খুব সহজ। মিরসরাইয়ে নামার পর আপনি যদি সেখানকার স্থানীয় কাওকে জিজ্ঞেস করেন তাহলে বলে আপনাদের পথ দেখিয়ে দিবে।
৪) খৈয়াছড়া ঝর্ণা?: আপনারা হয়তোবা খৈয়াছড়ার নাম অনেক শুনেছেন এবং এই ঝর্ণাটি চট্টগ্রাম এর সবচেয়ে সুন্দর এবং একটি জনপ্রিয় ঝর্ণা। আপনি এই জায়গা থেকে অবশ্যই ঘরে যাবেন।
কিভাবে যাবেন?: এটি মিরসরাই এ অবস্থিত। এই ঝর্ণায় যাওয়ার জন্য আপনাকে মিরসরাই বাজারে নামতে হবে, সেখানে কাওকে জিজ্ঞেস করলে দেখাই দিবে ঝর্ণা
৫) নাপিত্তা ট্রেইল?:নাপিত্তা ছড়া সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর একটি ট্রেইল। প্রতি বছর অনেক মানুষ এই ট্রেইলটি দেখকে চলে আসে।
কিভাবে যাবেন?:নাপিত্তা ছড়া ট্রেইলে যেতে হলে আপনাকে আগে নয়দোয়ার বাজারে নেমে যেতে হবে তারপর সেখান থেকে কিছুটা সিএনজি করে যাবেন তারপর বাকি পথ হেঁটে যেতে হবে।
৬)সহস্রধারা ঝর্ণা -দুই?:আপনার যদি একেবারে উঁচু থেকে ঝর্ণা দেখতে ইচ্চে করে তাহলে অবশ্যই দেখে যাবেন এই ঝর্ণা৷
কিভাবে যাবেন?: এটি মিরসরাই বাজারে অবস্থিত, আপনি মিরসরাই বাজারে নেমে কাওকে জিজ্ঞেস করলে যাওয়ার রাস্তা দেখাই দিবে
কিভাবে যাবেন? চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রথমে ছোট দারোগারহাট নামবেন তারপর সেখান থেকে সিএনজিকে বললে নামিয়ে দিবে তারপর কিছু সিঁড়ি বেয়ে উঠলে আপনারা পেয়ে যাবেন এই ঝর্ণা
৭)ঝরঝরি ট্রেইল :এটি আরেকটি সুন্দর ঝর্ণা, আপনার যদি হেঁটে হেঁটে এডভেঞ্চার করতে মন চায় তাহলে এই ঝর্ণায় চলে আসুন কারণ এটি অনেক ভিতরে চাইলে কিছুটা পথ গাড়ি নিয়ে যেতে পারেন
কিভাবে যাবেন?: আপনি বাস থেকে নেমে সীতাকুণ্ড থেকে সিএনজিকে বললে পন্হিছিলা বাজারে নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনি চাইলে হেঁটে যেতে পারেন আবার চাইলে কিছু পথ গাড়ি করে যেতে পারেন।
৮)চন্দ্রনাথ পাহাড়: এইটি একবারে সীতাকুন্ডের প্রণকেন্দ্র অবস্থিত, এখানে প্রতিদিন হাজারো মানুষ আসে এই পাহাড়টিকে দেখার জন্য, এটি জনপ্রিয় একটি পাহাড়। এখানের সৌন্দর্য তো কিছু বলার নেই, মোটকথা অনেক অনেক সুন্দর, এটি সবচেয়ে উঁচু একটি পাহাড়, এবং প্রায় মানুষ এই পাহাড় এই উঁচুতে উঠে, এবং উচুতে একটি হিন্দুদের মন্দিরে রয়েছে, এই পাহাড়টি মিস করবেন না, একবার হলেও ঘরে যাবেন
কিভাবে যাবেন?: এইখানে যাওয়া একেবারে সহজ, যেকোনো বাসকে বললেই নামিয়ে দিবে তারপর আপনি পুরাতন রাস্তায় গিয়ে সেখান থেকে সিএনজি নিলে পাহাড়ের নিচে নিয়ে আসবে তারপর আপনারা পাহাড়ে যাওয়ার রাস্তা দেখতে পাবেন।
৯)রুপসী ঝর্ণা :রুপসী আসলেই অনেক সুন্দর একটি ঝর্ণা। এই ঝর্ণার ভিও মনমুগ্ধকর।
কিভাবে যাবেন :?এটি চট্টগ্রাম মহা সড়ক থেকে বড় দারোগার হাট নামলেই দুটি রাস্তা দেখবে এবং ঝর্ণার রাস্তা চেনার উপায় হলো এই রাস্তার উপরে রুপসী ঝর্ণার সাইনবোর্ড লাগানো আছে এবং এই পথে হেঁটে গেলেই দেখবেন রুপসী ঝর্ণা
১০)বাঁশবাড়িয়া বিলাসি ঝর্ণা:অপরূপ সৌন্দর্যের আরেক অধিকারী হচ্চে এই বিলাসি ঝর্ণা। এই ঝর্ণায় যাওয়ার জন্য অনেক হাঁটতে হয়,কারণ এটি অনেক ভিতরে।যদিও অনেক সুন্দর আবার।
কিভাবে যাবেন?:এখানে যেতে হলে প্রথমে আপনাকে সীতাকুণ্ড নামতে হবে তারপর সেখান থেকে আট নাম্বার বা সিএনজি করে বাঁশবাড়িয়া চলে আসতে পারবেন আর যদি শহরের দিক থেকে আসেন তাহলে সীতাকুণ্ড নামা লাগবে না সরাসরি বাঁশবাড়িয়া বাজারে নামলে হবে।
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url