হীরার চেয়েও দামি খনিজ পদার্থের সন্ধান পেয়েছে বাংলাদেশ
হীরার চেয়ে দামি জিনিসের সন্ধান পেল বাংলাদেশে, আমার জানি অপরুপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ, এই দেশে শুধু সৌন্দর্য আছে তা কিন্তু নয় রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও। বাংলাদেশ ভূতান্তিক জরিপ অনুযায়ী বাংলাদেশে খনিজ সম্পদের মূল্য ২.২৬ ট্রিলিয়ন বা ২ হাজার ২ শত ২৬ বিলিয়ন মার্কিন ডলার।মাটির নিচে যে খনিজ সম্পদ রয়েছে তা হীরার চেয়েও দামি এবং প্রাকৃতিক সম্পদের সঠিক বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক দেশ।কি সে প্রকৃতিক সম্পদ যা হীরার চেয়েও দামি এবং বাংলাদেশে তা কতটা বাস্তবায়ন হয়েছে এটার বিস্তারিত নিচে দেওয়া আছে।
প্রথম নাম্বার হলো:; প্রকৃতিক গ্যাস, বাংলাদেশে গ্যাসের পরিমাণ অন্যদেশের চাইতে অনেক বেশি,বাংলাদেশে মোট ৩৪টি গ্যাস উত্তোলণ কেন্দ্র রয়েছে এবং ২৯ টা থেকে বর্তমানে গ্যাস উত্তোলণ করা হচ্ছে। তারপরে রয়েছে, আর এটি কোনো পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায়,
উৎকর্ষের কারণে এটিকে হীরার চেয়েও দামি বলছে অনেক বিশ্লেষণরা
দ্বিতীয় নাম্বার হলো কয়লা, মাটির নিচে আজকাল অনেক কয়লা পাওয়া যাচ্চে।অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের কয়লার গুণগত মান অনেক বেশি তাছাড়া ও বাংলাদেশের তাপ উৎপাদন ক্ষমতা অনেক। আবার কয়লা উৎপাদন করার ফলে যে গ্যাস বের হয় তা পরি পরিবেশের জন্য তেমন কোনো ক্ষতি করে না। এখন থেকে মোট পাচটি কয়লার খনিতে মোট বিদ্যমান ৩৩০০ মিলিয়ন টন।
তৃতীয় তালিকায় আছে প্রাকৃতিক তেল এর কথা, এটি শুনতে অবাক হলেও বাংলাদেশে রয়েছে তেলের খনি, আর এটি সিলেট জেলার হরিপুর আর মৌলবি বাজারে, সেখান থেকে দৈনিক ১৮০০ প্রেরেল খনিজ তেল উৎপাদন করে বিদ্র বাংলা এবং এই তেল কে সংশোধন করার পর পাওয়া যায় ডিজেল,অকটেল,কেরোসিন এবং বিটোমেন।
এরপর রয়েছে ইউরেনিয়াম, এমন একটি পদার্থের যেমন আছে চাহিদা তেমন আছে এর মূল্য,।বিদুৎ উপাদন করা থেকে শুরু করে অনেক সংবেদনশীল কাজে লাগে এই ইউরেনিয়াম। কক্সবাজার থেকে কুতুবদিয়া উপকূল আর মৌলবাজারে হরি গাছের পাহাড় বিস্তৃত এই জায়গা জুড়ে লুকিয়ে আছে ইউরেনিয়াম। তাছাড়া আরও অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে বাংলাদেশের তলদেশে এবং উপকূলীয় অঞ্চলের যে কত খনি আছে তা এখনো জরিপ করা সম্ভব হয় নি। এই খনিগুলো কে যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই দেশ উন্নতির শিকড়ে পোঁছাতে সক্ষম হবে।
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url