যে শিরকগুলো আমরা উঠতে বসতে না জেনে করি সেগুলো হলো :
১)তোর ভবিষ্যত অন্ধকার এইরকম বলা।
২)তোর কপালে দুঃখ আছে
৩)তোর জীবণে উন্নতি হবে না।
৪)তুই পরীক্ষায় ফেলে করবি, এই রকম গায়েবি কথা বলা শিরিকের অন্তর্ভুক্ত
কেননা ভবিষ্যতে কি হবে তা অাল্লাহ ছাড়া
কেউ বলতে পারে না।
৫)অন্য কারো জন্য খেতে পেরেছি বলা, কিংবা বেঁচে আছি বলা কিংবা কারো জন্য কিছু করতে পেরেছি মনে করলে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেননা রিজিকদাতা একমাত্র আল্লাহ।
৬)আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যেমন :কোরআন শরীফ,কারো মাথায় হাত রেখে কসম করা,মা বাবার নামে কসম করা ইত্যাদি,এই সব বিষয়ে কসম করলে শিরক হবে।
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url