চলুন দেখে নি কক্সবাজারের শীর্ষে ১০ টি বিখ্যাত পর্যটন স্থান:
১)কক্সবাজার: এটি সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত।এটি একটি বিখ্যাত পর্যটন স্থান।ময়াবিময় এই স্থানে গেলে আর আসতেই ইচ্চে করে না।এটি ১২০ কিমি পযন্ত বিস্তৃত।আর এর বিশেষত্ব হলো এটি সম্পর্ণ বালির সমান একটি স্থান।,এখানে কোনো ধরণের গর্ত নেই।আরও এখানে রয়েছে আধুনিক মানের হোটেল এবং বার্মিজ মার্কেট। রাতে হোটেল থেকে সমুদ্র দেখতে অনেক সুন্দর লাগে।
২)কক্সবাজার রেড়িয়ন্ট পিস ওয়াল্ড:এটি মাছের অনেক বড় একুরিয়াম। প্রায় অনেক ধরণের মাছ আছে এই একুরিয়ামে।ডানে, বামে, সামনে, উপরে সব দিকে শুধু মাছ দেখা যায়।এই একুরিয়ামে ঢুকলে সময় কখন কেটে যায় সেটা বুঝা যায় না।আসলেই এটি অনেক সুন্দর একটি জায়গা।
৩)কক্সবাজার লাবনী ব্রিজ:এটি কক্সবাজারের কাছাকাছি অবস্থিত। এটির সোন্দর্যকে কক্সবাজারের মতো ধরা হয়,এখানে অনেক দোকান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে এবং এখানে আরও একটি শামুক এর দোকান রয়েছে এখানে মায়ানমার, থাইল্যান্ড,চীন এর ভিন্ন ধরণের সুন্দর শামুক বিক্রি করা হয়।
৪)কক্সবাজার কলাতলী বিচ:কক্সবাজারে আরেকটি পর্যটন স্থান হলো এটি। এটি কক্সবাজারের একটি সীবিচ পয়েন্ট,এখানে ভিন্ন বয়সের মনুষ বেড়াতে, গোসল করতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে আসে।এবং অনেক হোটেল রয়েছে এই বিচে আর ভিন্ন ভিন্ন শুঁটকি পাওয়া যায় একাখানের হোটেলে।
৫)হিমছড়ি :খুব নির্জন এবং সোন্দর্যপূর্ণ একটি জায়গা।এর সোন্দর্য কোনো অংশেই কম নই,আসল কথা হলে কক্সবাজার থেকে এখানে যাওয়ার সময় এই রাস্তাটার সোন্দর্য অনেক বেশি। একপাশে পাহাড় এবং আরেকপাশে সমুদ্র,অনেকে এই সোন্দর্য উপভোগ করার জন্য হেঁটে যায়।সত্যিই এই রকম রাস্তা আর কোথাও নাই।
৬)কক্সবাজার ইনানী বিচ:ইনানী বিচ বা ইনানী সমুদ্র সৈকত, এটি হিমছড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। এখানে তেমন ঢেউ নেই, সবসময় পানি শান্ত থেকে,এখনে বিভিন্ন ধরণের পাথর রয়েছে এবং একেকটি পাথর একেক আকৃতির।
৭)তারপর রয়েছে সোনাদিয়া দ্বীপ :কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত।এই সুন্দর দ্বীপটির আয়তন প্রায় ৯ কিমি।কক্সবাজারের ছোটএকটি দ্বীপ এই সোনাদিয়া, এটি অতিথি পাখিদের আশ্রয় স্থল।সুন্দর এই দ্বীপের পশ্চিমা আংশ বালুকাময় এবং সুন্দর ঝিনুক এর জন্য বিখ্যাত।
৮)ডুলাহাজারা সাফারি পার্ক:কক্সবাজার জেলা সদরের ৪৮ কিলোমিটার উত্তরে এবং চকোরিয়া থানা থেকে ১০ কিমি দক্ষিণে অবস্থিত। পার্কটি মুলত ১৯৯৯ সালে বন বিভাগের আদেশে তৈরি করা হয়েছে।পার্কটি ৯০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত।এখানের খোলা পরিবেশে পরিবার নিয়ে হাঁটাহাটির উপযোগী।
৯)টেকনাফ:এটি কক্সবাজার জেলার একটি উপজেলা।কক্সবাজার জেলা থেকে দূরত্ব ৮৬ কিলোমিটার। এটি আরেকটি সুন্দর দ্বীপ এখানে গুরাঘুরি করার জন্য অনেক জায়গা রয়েছে।
১০)সেন্টমার্টিন:টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার থেকে ৮ মিটার পশ্চিমে এই নাফ নদী অবস্থিত।এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে।এটি অনেক অনেক সুন্দর একটি দ্বীপ।তাই আর দেরি না করে চলে আসুন এই সুন্দর দ্বীপে।
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url