ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায়

ফাইভারে একাউন্ট খোলার নিয়ম জানুনফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায় সম্পর্কে জেনে নিন। অনেকেরই পেজ রয়েছে কিন্তু ফলোয়ার সংখ্যা কম। তাই তাদের উচিত ফলোয়ার সংখ্যা বাড়ানো। তাহলে আপনার জনপ্রিয়তা ও ভিউয়ের পরিমাণ বেড়ে যাবে।

ফেসবুক -পেজ- থেকে- আয়

ফেসবুক মনিটাইজেশন করার জন্যে পাঁচ ফলোয়ার হওয়ার শর্ত দিয়েছে। আর তাই আপনাকে আপনার পেজে ফলোয়ার বাড়াতে হবে। তাই চলুন জেনে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায়।

পেজ সূচিপত্র : ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায়

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায়

সামাজিক যোগাযোগ সাইট পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়। আর এই সাইটে যার যত বেশী সংখ্যক ফলোয়ার থাকে তার তত বেশী পরিমাণে জনপ্রিয়তা থাকে। আর সে জন্যেই অনেকেই চান ফেসবুকে ফলোয়ার বৃদ্ধি করার জন্যে। আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে তার জন্যে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন।
পেজে -লাইক -বাড়ানোর- উপায়
বেশীর ভাগ ব্যবহারকারীরাই আস্তে আস্তে ফেসবুকে অর্গানিক ভিজিটর বাড়িয়ে থাকেন। আবার কাউকে দেখা যায় বুস্ট করার মাধ্যমে রাতারাতি অনেক সংখ্যক ফলোয়ার বাড়িয়ে ফেলেন। তবে আপনি যদি অর্গানিক ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনি মান সম্পন্ন কন্টেন্ট, জনস্বার্থ বিষয়, গুরুত্বপূর্ণ লেখালেখি, ছবি বা ভিডিও পোস্ট করতে পারেন।

তা ছাড়া অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ানোর জন্যে আপনি আরো কিছু কাজ করতে পারেন। যেমন :
  • ফেসবুকে ডুকে আপনার পেজের সেটিংস অপশনে চলে যাবেন। প্রাইভেসি অপশনে গিয়ে দেখতে পাবেন " How people find & contact with you"। এখানে প্রবেশ করবেন এবং পরে দেখতে পাবেন যে " Who can follow you" এই লেখাটি। এখানে প্রবেশ করে " Everyone " অপশনটি সিলেক্ট করে নিবেন। এর ফলে আপনার আইডি সবাই চাইলে ফলো করতে পারবে।
  • আপনার পেজে যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার কন্টেন্টের মান অনেক ভালো হতে হবে। আপনার কন্টেন্ট গুলো তে যেন ভালো মানের ভিউ হয়। আপনি ভালো মানের কিছু লেখা, ভিডিও বা ছবি দেওয়ার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন। সে জন্যে কনটেন্টটি কে ইউনিক ও ভালো মানের করে তুলুন।
  • আপনার পেজের সেট আপ গুলো সুন্দর করে নিবেন। পোস্ট গুলো এলোমেলো ভাবে করবেন না। নিয়ম মেনে পোস্ট করবেন। ট্রেন্ডিং বিষয় নিয়ে পোস্ট করবেন। সময় উপযোগী ছবি, ভিডিও ও লেখা যদি পোস্ট করেন তাহলে সাধারণ দর্শকরা সে গুলো দেখবে এবং আপনাকে ফলো করবে।
  • আপনার ছবি বা ভিডিও গুলো যেন অনেক আকর্ষণীয় হতে হয়। বেশ ভালো মানের যদি ছবি পোস্ট দেওয়া হয় তাহলে দর্শক সে গুলো পছন্দ করবে এবং শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবে। এতে করে দিন দিন আপনার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাবে।
  • বিভিন্ন ধরণের পেজ বা গ্রুপ গুলো তে নিজে কে সংযুক্ত করে রাখেন। আর সেখানে নিজের কন্টেন্ট গুলো কে পোস্ট করেন। তাহলে তারা যদি আপনার পোস্ট গুলো কে পছন্দ করে থাকে তবে আপনার ফলোয়ার বাড়তে থাকবে।
  • সর্বশেষে আপনি যদি অর্গানিক ফলোয়ার বাড়াতে চান তবে আপনার কন্টেন্ট গুলো কে মান সম্পন্ন করবেন। জনস্বার্থ বিষয়, গুরুত্বপূর্ণ বা দর্শকদের ভালো লাগা পোস্ট গুলো করবেন।
আপনি চাইলে টাকা দিয়েও এই কাজটি করতে পারেন। আপনার পোস্ট গুলো বুস্ট করেন তাহলে তা অনেকের কাছে পৌঁছাবে। এতে করে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। আপনি ফেসবুকের অ্যাডস ব্যবহার করে আপনি অনেকের কাছে আপনার পোস্ট গুলো পৌঁছাতে পারেন। তাই ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করে আপনার পেজ প্রচার করুন। কনটেস্ট ও গিভওয়ে আয়োজন করতে পারেন। এতে করে আপনার পেজের বৃদ্ধি ও ফলোয়ার সংখ্যা বাড়বে। আপনার পেজে এনগেজমেন্ট বাড়িয়ে নিন। পোস্টে জনপ্রিয় বিষয়ের হ্যাশট্যাগ ব্যবহার করুন।

ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায় সম্পর্কে জেনেছেন। বর্তমান সময়ে অনেকেই পেজ থেকে টাকা আয় করছে। তাই আপনি যদি চান তাহলে এখান থেকে আয় করতে পারেন। তার জন্যে প্রথমেই আপনাকে একটি ফেসবুক আইডি খুলতে হবে৷ অনেকেই জানেন না যে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়। তাই চলুন এই বিষয়টি ভালো ভাবে জানা যাক। ফেসবুক পেজ খোলার জন্যে আপনার একটি ফেসবুক একাউন্ট থাকার প্রয়োজন পড়বে। ফেসবুক একাউন্ট সবারই থাকে, না থাকলেও খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। ফেসবুক একাউন্ট খুলে সেখানে প্রবেশ করে নিম্নোক্ত পন্থা গুলো অবলম্বন করুন।
  • ফেসবুকে প্রবেশ করার পর আপনি ডান দিকে থ্রি ডট অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন।
  • এখানে প্রবেশ করে দেখবেন কত গুলো অপশন রয়েছে। এখান থেকে Page( বাদামী পতাকার লগো দেওয়া) এ ক্লিক করে নিবেন। উপরে না পেলে নিচের দিকে একটু দেখবেন।
  • এরপর আপনার যদি আগে খোলা কোনো পেজ থেকে থাকে তাহলে দেখতে পাবেন। আপনি যেহুতো নতুন করে খুলতে চাইছেন তাই উপরে প্রথমেই Create অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
  • ক্লিক করার পর ক্রিয়েট পেজ লেখা আসবে। নিচের দিকে নীল বর্ণের Get Started বাটনে ক্লিক করবেন।
  • ক্লিক করার পর আপনার কাছ থেকে পেজের নাম চাওয়া হবে। তাই পেজ নেমে আপনার পছন্দ অনুযায়ী নাম দিয়ে নিবেন। নাম দেওয়ার পর নিচের দিকে Next বাটনে ক্লিক করবেন।
  • এরপর আপানকে ক্যাটাগরি সিলেকশন করতে বলবে। অর্থাৎ আপনার পেজটি কোন ক্যাটাগরির তা সিলেকশন করে নিবেন।
  • ক্যাটাগরি সিলেকশন করে নেওয়ার পর নিচের দিকে নীল রংয়ের Create বাটনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করে নিন।
  • এরপর আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। আর আপনার পেজে কোন ধরনের কন্টেন্ট দিবেন তা চাওয়া হবে। তা সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন।
  • এই ভাবেই আপনার পেজ খোলা হয়ে গিয়েছে। এবার নিজের মতো করে পেজটি কে কাস্টোমাইজেশন করে নিন। যেমন প্রোফাইল ছবি দেওয়া, আপনার ইনফো গুলো দিয়ে নিবেন।

ফেসবুক পেজ থেকে আয়

আমরা ফেসবুকে যে সকল ভিডিও গুলো দেখে থাকি এই গুলে বেশীর ভাগই পেজ থেকে আপলোড করা হয়ে থাকে। আর কন্টেন্ট ক্রিয়েটররা এতে অনেক টাকা উপার্জন করতে পারে। তাই আপনিও যদি চান ফেসবুক থেকে ইনকাম করার জন্যে তাহলে ইনকাম করা শুরু করে দিতে পারেন। একটি পেজের মূল অংশই হলো তার কন্টেন্ট গুলো। আপনার পেজে যদি মান সম্মত কনটেন্ট থেকে থাকে তাহলে তা স্বাভাবিক ভাবেই সবার নিউজ ফিডে আসবে। ফেসবুকে অনেক সংখ্যক ইউজার রয়েছে। তাই তাদের কাছে ফেসবুক আপনার পেজ কে কেমন পৌঁছাবে তা নির্ভর করে থাকে আপনার পেজে কেমন কনটেন্ট রয়েছে তার উপরে।

আপনি যদি আপনার পেজ থেকে ইনকাম করতে চান তাহলে এই কাজ গুলো করতে পারেন। পেজ থেকে ইনকাম করার জন্যে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।
আপনার পেজের কন্টেন্ট গুলো সম্পর্কে আপনার ওয়েব সাইটে ভালো ভাবে বর্ণনা করা থাকবে৷ গুগলে অ্যাডসেন্স নামক একটি প্রোগ্রাম রয়েছে। এটি হলো গুগলের একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। ওয়েবসাইট থেকে টাকা আয় করার জন্যে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়। আপনি হয়তো লক্ষ করেন যে, ওয়েবসাইটে প্রবেশ করার পর হাজার হাজার এড আমাদের কে বিরক্ত করতে চলে আসে। এই গুলোই অ্যাডসেন্স কতৃক পরিচালিত হয়ে থাকে।

পেজে সব সময় নতুন নতুন কন্টেন্ট গুলো আপডেট করা জরুরী। আপনি যদি পেজে নতুন নতুন কন্টেন্ট আপডেট করুন তাহলে আপনার পেজ বেশী মানুষের নজরে পড়বে। তা ছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করার পরিমাণও বেড়ে যাবে। আপনার শেয়ার কন্টেন্ট গুলো কে ইউনিক হতে হবে। আপনি যদি কপিবাজি করে থাকেন তাহলে আপনার পেজের রিচ হ্রাস পাবে৷ আমরা যখন ফেসবুক রিলা ভিডিও গুলো দেখতে থাকি, বিশেষ করে যে গুলোর দৈর্ঘ্য এক মিনিটের বেশী সেগুলো তে এড চলে আসে। এটি হয়ে থাকে অ্যাফিলিয়েট অ্যাডভারটাইজিং এর মাধ্যমে৷ এই অ্যাড গুলোর নিচে ছোট করে স্পনসরড লেখা থাকে। আপনি যদি আপনার কন্টেন্ট গুলো এটি করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন।

আপনার অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অডিয়ন্স নেটওয়ার্ক এড লাগিয়ে টাকা আয় করতে পারেন। এই ক্ষেত্রে আপনার মোবাইল অ্যাপ থাকতে হবে বা আপনি এটি বানিয়ে নিতে পারেন। আপনি ব্লগে আর্টিকেল লিখে তা আপনার পেজে শেয়ার করতে পারেন। এই ভাবে আপনার ইনকাম জেনারেট হবে। কারন ব্লগ গুলো পেজে শেয়ার করার ফলে সেখানে ট্রাফিক হবে। আপনি চাইলে ফেসবুক পেজ থেকে ভিডিও এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। এর জন্যে আপনার ফেসবুক পেজে ৩০ হাজারেরও বেশী সংখ্যক ফলোয়ার থাকতে হবে।
আবার এর জন্যে দুই মাসের মধ্যে পেজ ৩০ হাজার হতে হবে। আর ভিডিও গুলোর টাইম ৩ মিনিটের মতো হতে হবে। কন্ডিশন গুলো ফিলাপ করতে পারলে মনিটাইজেশন পাবেন এবং ভিডিও থেকেও আপনি ইনকাম করতে পারবেন।

ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায় সম্পর্কে জেনেছেন। আপনি যদি চান আপনার কোনো ব্যবহার করা হয় না এমন পেজ ডিলিট করে দিতে তাহলে নিম্নোক্ত স্টেপ গুলো দেখুন।
  • আপনার পেজে প্রবেশ করুন। পেজের থ্রী ডট মেনুতে ক্লিক করুন।
  • সেটিংস & প্রাইভেসি অপশনে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস অপশনে যান। সেটিংস থেকে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে প্রবেশ করুন।
  • তারপর ডিলিট ও ডিঅ্যাক্টিভ অপশন দেখবেন। এখান থেকে ডিলিট সিলেকশন করবেন।
  • ডিলিট পেজে গিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন।
  • পরপর দুইবার কন্টিনিউ ক্লিক করলে আপনার কাছ থেকে ফেসবুক পাসওয়ার্ড চাবে। তা দিয়ে আবার পর পর কন্টিনিউ ক্লিক করুন।
  • এরপর সর্বশেষ ডিলিট বাটন আসবে, ক্লিক করলে পেজ ডিলিট হয়ে যাবে।

ফেসবুক পেজ কি

ফেসবুকের একটি অংশ বা পেজ হলো ফেসবুক পেজ। আমাদের বইয়ে যেমন অনেক গুলো পৃষ্ঠা থাকে তেমনি এটিও ফেসবুকের একটি পৃষ্ঠা। এটি সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। আপনি আপনার ফেসবুক আইডি থেকে খুব সহজেই পেজ খুলে নিতে পারেন। তারপর সেখানে ৫ হাজার ফলোয়ার নিয়ে ৬০ হাজার ওয়াচ টাইম নিয়ে মনিটাইজেশন নিতে পারেন। তাহলে আপনি এই পেজ থেকেই টাকা ইনকাম করতে পারবেন।

পেজে লাইক বাড়ানোর উপায়

ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায় সম্পর্কে জেনেছেন। পেজে লাইক বাড়ানোর জন্যে আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। বিজ্ঞাপন বা বুস্টিং করার মাধ্যমে আপনি পেজে লাইক ও ফলোয়ার বাড়াতে পারবেন। পেজের সঙ্গে প্রাসঙ্গিক কন্টেন্ট গুলো পোস্ট করবেন এবং এর ফলে পেজের রিচ বাড়বে। আপনার পেজ কে এক্টিভ রাখবেন। পেজ যদি এক্টিভ থাকে এবং ভালো মানের কন্টেন্ট গুলো পোস্ট করেন তাহলে লাইক ও ফলোয়ার বাড়াতে পারবেন।

ফেসবুক একাউন্ট পেজে রূপান্তর করার নিয়ম

আপনার একাউন্ট যদি পেজে রূপান্তর করতে চান তাহলে প্রথমে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। হেল্প এন্ড সাপোর্ট অপশনে প্রবেশ করুন। তারপর ইউজিং অপশনে প্রবেশ করুন। তারপর সেখান থেকে পেজেস অপশনে গিয়ে Create & manage page এ প্রবেশ করুন।
গেট স্টার্টে প্রবেশ করলে অনেক গুলো নোটিফিকেশন আসবে তা সিলেক্ট করে নিন। পেজে প্রবেশ করলে রিভিউ অপশন আসবে। সে গুলো সিলেক্ট করে নিন। পাবলিশ পেজ হোয়েন ডান অপশনে ক্লিক করে নিন। এখানে টার্ন অফ সিলেক্ট করলে ফেসবুক নিজে আপনার পেজ পাবলিশ করতে পারবে না। এরপর আপনার প্রোফাইল পেজ তৈরি হয়ে গেলে তা ফেসবুক জানিয়ে দিবে এবং আপনি পাবলিশ করতে পারবেন না।

ফেসবুক পেজ ব্যবহারের সুবিধা

আপনার যদি একটি পেজ থাকে তবে তা ব্যবহার করে ইনকাম করতে পারবেন। অনেকের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার পরিচিত বাড়বে। আপনি পেজের মাধ্যমে কোনো ধরণের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
ফেসবুক- পেজ -কি
এখানে বিভিন্ন কন্টেন্ট আপলোড করে টাকা আয় করতে পারবেন। তবে তার জন্যে মনিটাইজেশন নেওয়ার প্রয়োজন পড়বে। আপনি বিজ্ঞাপন দিয়েও ইনকাম করতে পারবেন।

পেজ ডেস্কিপশনে কি লিখবো

আপনার যদি ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আপনার পেজের কিছু ডেসস্কিপশন লেখার প্রয়োজন পড়বে। পেজের ডেসক্রিপশনে আপনি আপনার নিজের মতো করে লিখবেন। আপনার পেজ কি সমন্ধে, এখানে কোন ধরণের কন্টেন্ট পাওয়া যায় তা লিখবেন। আপনার পেজ কোন উদ্দেশ্যে খুলেছেন তা লিখবেন। এখনে অল্প করে বিষয় গুলো উপস্থাপন করবেন।

লেখকের শেষ মন্তব্য

প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর ফ্রি উপায় সম্পর্কে৷ আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা জানাতে পারেন। বিষয়টি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। কাজ যদি সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার সফলতা আসবে। ধন্যবাদ। 250109

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url