পৃথিবীর শেষ রাস্তা E69! 🇧🇻
পৃথিবীর শেষ রাস্তা E69! 🇧🇻
অনেকই হয়তো E69 সম্পর্কে জানেন না। E69 হাইওয়ে, নরওয়ের উত্তরাঞ্চলে অবস্থিত, যা Olderfjord থেকে শুরু হয়ে Nordkapp (North Cape) পর্যন্ত বিস্তৃত। এটি 'পৃথিবীর শেষ রাস্তা' নামে পরিচিত। যার পরে আর কোন রাস্তা নেই।
E69 হাইওয়ে সম্পর্কে আরো কিছু চমকপ্রদ তথ্য:
১। হাইওয়েটি মূলত ১২৯ কিলোমিটার দীর্ঘ।
২। গ্রীষ্মেকালে রাত ২-৩ টা বাজেও মাথার ওপর সূর্য দেখা যায়। বছরে কয়েক মাস এই অঞ্চলে সূর্য অস্ত যায় না।
৩। শীতকালে আকাশে নীল-লাল রঙ্গের খেলা দেখা যায়। যেটাকে আমরা অরোরা বলে থাকি।
৪। E69 হাইওয়েতে গাড়ি চালানোর সময় ৬.৯ কিলোমিটার দীর্ঘ একটা টানেল পাবেন। টানেলটি সমুদ্রের ২১২ মিটার গভীরে করা। এটি পৃথিবীর অন্যতম গভীর আন্ডার ওয়াটার টানেল।
৫। আপনি চাইলেই শীতকালে এই রাস্তায় গাড়ি চালাতে পারবেন না।
৬। E69 এ গাড়ি চালানোর সময় চারোদিকে সমুদ্র, বরফে ঢাকা পাহাড় এবং উত্তর গোলার্ধের প্রকৃতি উপভোগ করতে পারবেন।

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url