যারা বিদেশে যাওয়ার পথ নিয়ে হতাশায় আছেন, তারা চাইলে এই লেখাটা পড়তে পারেন। হয়তো কিছুটা সাহস পাবেন।ও
যারা বিদেশে যাওয়ার পথ নিয়ে হতাশায় আছেন, তারা চাইলে এই লেখাটা পড়তে পারেন। হয়তো কিছুটা সাহস পাবেন।ও
আমার যাত্রাটা শুরু হয়েছিলো প্রথম ছবির সেই ছোট্ট রুমের কোণা থেকে। মাত্র ৮ মাস আগের কথা। তখন আমি চট্টগ্রামের ইপিজেডে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকরি করতাম। সকাল ৬টায় ঘুম থেকে বের হতে হতো, আর রাতে ফিরতে ফিরতে বাজতো ৭টা কিংবা ৮টা।
আরও একটু পেছনে গেলে—
বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমার স্বপ্ন ছিলো স্টুডেন্ট ভিসায় বাইরে পড়তে যাবো। করোনার সময় জানতে পারি Rashed Hossain নামের একজন ফ্রিতে IELTS ক্লাস নিচ্ছেন। ছোট ছোট ভিডিও দেখতাম, কিন্তু সাহস করে লাইভ ক্লাসে কখনও জয়েন দিইনি। ভাবতাম, “এখনই বা IELTS নিয়ে ভাববো কেন? এখন তো মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি।”
কিন্তু উনার একটা কথা আমার মনে গেঁথে গিয়েছিলো-
“যে IELTS দেয়, সে বিদেশ যায়।"
উনিই প্রথম আমার মতো অনেকজনরে বুঝাতে পেরেছিলেন যে, IELTS তেমন কঠিন কিছু না।
বাস্তবে হয়তো সহজ নয়, কিন্তু উনার আত্মবিশ্বাস,মোটিভেশনাল স্পিচগুলো অনেক তরুণকে অনুপ্রাণিত করেছিলো, আমিও সেই অনুপ্রেরণাই পেয়েছিলাম।
ভার্সিটি শেষ করে চাকরি নিতে হয়েছিলো পরিবারের প্রয়োজনেই। কিন্তু সেই চাকরি করে বুঝতে পারছিলাম, দিনশেষে কিছুই পাচ্ছি না— না নিজের শান্তি, না পরিবারের সুখ। তবুও মনে মনে IELTS-এর স্বপ্নটা মাথা থেকে সরাতে পারছিলাম না।
প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করতাম—
“কীভাবে টাকা জোগাড় করবো? বিদেশ যেতে পারবো তো? না পারলে তখন কী হবে?”
এইসব চিন্তার মাঝেও একসময় ঠিক করলাম, এবার চেষ্টা করবো, যা হওয়ার হবে।
চাকরি ছেড়ে দিলাম। সোশ্যাল মিডিয়া থেকে দূরে গেলাম। হাতে যা টাকা ছিলো, তাতে কেবল একবার IELTS পরীক্ষার ফি দেওয়া সম্ভব ছিলো। ভাবলাম— "এই শেষ চেষ্টা করি। না কোচিং, না পেইড কোর্স; শুধু আল্লাহর নাম নিয়ে ফ্রি ক্লাস আর ইউটিউব ভিডিও দিয়েই শুরু করি।"
রমজানের মধ্যে সাহস করে ইউকে’র একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করলাম। তখনও জানতাম না কীভাবে টাকার ব্যবস্থা হবে। কিন্তু শেষমেশ আলহামদুলিল্লাহ, আজ আমি সেই বিশ্ববিদ্যালয়েই পড়ছি, যুক্তরাজ্যে বসে।
এই যাত্রায় আমি যেটা সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি তা হলো—আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন, যা হয়তো আপনি এখনো দেখতে পাচ্ছেন না, কারণ আপনি এখনো প্রথম পদক্ষেপটা নেননি।
নিজের স্বপ্নের পথে একবার সাহস করে এগিয়ে যান। আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন কেমন করে পথ খুলে যায়, আপনি নিজেও বুঝতে পারবেন না।
আমি যে জায়গা থেকে শুরু করেছি, সেখান থেকেও যদি সম্ভব হয়— তাহলে আপনিও পারবেন, ইনশাআল্লাহ।
আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইলো।
আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করেন। আমিন 💙
.jpeg)
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url