অন্ধ দেওয়াল এর রিলিক্স


 দেয়ালের ছায়ায় দেখো


বাড়ছে দেয়াল একা


নিজের দেহ রেখে


ছায়াতেই লেপ্টে থাকা


সূর্যের ব্যারাম দেখে


বাড়ে মানুষের মাথা ব্যথা


ব্যথার আন্দোলনে


মরে মগজের গোপন পোকা


ভাঙতে তোমার ব্যথা


হলাম জীবনের সখা


প্রেমের বিরাট দামে


শুধু মৃত্যুকে কিনে আনা


দেয়ালের নীরব গায়ে


কিছু লেখা নেই "তুমি" ছাড়া


দেয়ালের গোপন ঘরেই


মুক্তিই বন্দীদশা


আমার এই গানে


মুক্তির কোনো পথ খোলা নেই


হতেও পারে এ গানের বাইরেও


কোথাও তোমার দেশ


আমার এই গানে


মুক্তির কোনো পথ খোলা নেই


হতেও পারে এ গানের বাইরেও


কোথাও তোমার দেশ


ক্রুশ থেকে নেমে যিশুর


আজ হলো একটু হুঁশ


দেয়ালে নতুন সময় মানে


বুনো ষাঁড়ের ঢুশ


ক্রুশ থেকে নেমে যিশুর


আজ হলো একটু হুঁশ


দেয়ালে নতুন সময় মানে


বুনো ষাঁড়ের ঢুশ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url