গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর যা আপনাদের বিভিন্ন চাকরির সময় লাগতে পারে।

 








গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর যা আপনাদের বিভিন্ন চাকরির সময় লাগতে পারে।

 ১)বাংলাদেশ কোন জেলা কাঁঠাল এর জন্য বিখ্যাত?উত্তর :গাজীপুর  





২)বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর মোট কয়টি?উত্তর :৩ টি





৩)বাংলাদশের সবচেয়ে বড় নদী কোনটি?উত্তর :মেঘনা



৪)বাংলাদেশের  আয়তন কত?উত্তর ;বর্তমান আয়তন ২,৪৭,৬৭৭বর্গ. কিমি



৫)বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বড় গ্রাম রয়েছে? গ্রামটির নাম বানিয়াচং। এটি সিলেট জেলার হবিগঞ্জে আবস্থিত।



৬)বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে ছোট গ্রাম রয়েছে?উত্তর ;এই গ্রামের নাম শ্রীমুখ।এটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় অবস্থিত, এর জনসংখ্যা মাত্র ৫ জন।



৭) ঢাকার প্রাচীন নাম কি? উত্তর :জাহাঙ্গীর নাগর। 



৮)বাংলাদেশে সবচেয়ে ছোট বিভাগ কোনটি?উত্তর :ময়মনসিংহ 



৯)বাংলাদেশের কোন কোন জেলায় মেঘনা নদী আবস্থিত? উত্তর :কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মবাড়িয়া,কুমিল্লা, ভোলা,মুন্সিগঞ্জ,চাঁদপুর, নারায়ণগঞ্জ,লক্ষীপুর এই ৯ টি জেলা উপর মেঘনা নদী বয়ে যায়। 



১০)বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর ;বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 



১১)বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়:


?উত্তর :ময়মনসিং এ 



১২)বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? উত্তর :চট্টগ্রাম। 



১৩)বাংলাদেশ ভারত থেকে কত সালে  আলাদা হয়?।উত্তর :১৯৪৭ সালে। 



১৪)টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত? উত্তর :চমচম এর জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url