৩০ থেকে ৮৫ লাখ টাকার ফুল ফান্ডেড স্কলারশিপ!
৩০ থেকে ৮৫ লাখ টাকার ফুল ফান্ডেড স্কলারশিপ!
ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এমনকি ফলোশিপ
পর্যায়েও বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বিজনেস, এনভায়রনমেন্ট, এডুকেশন, ইঞ্জিনিয়ারিংসহ বহু সাবজেক্টে সুযোগ আছে তাও বিশ্বের সেরা দেশগুলোতে! নিচে ১৩ টা ফুল ফান্ডেড স্কলারশিপের তালিকা দেওয়া হলো একনজরে দেখে নিন।
১. নেদারল্যান্ডস – Asia in the World Fellowship (2026–27)
প্রোগ্রাম: রিসার্চ ফেলোশিপ।
সাবজেক্ট: সোশ্যাল সায়েন্স, ইতিহাস, এশিয়ান স্টাডিজ, গ্লোবাল ডেভেলপমেন্ট।
স্কলারশিপ: ভ্রমণ খরচ, আবাসন, ভাতা – প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা মূল্যের সুবিধা।
ডেডলাইন: ১৫ সেপ্টেম্বর ২০২৫।
২. তাইওয়ান – NCTU স্কলারশিপ ২০২৬
প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।
সাবজেক্ট: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বায়োমেডিকেল, বিজনেস।
স্কলারশিপ: টিউশন ফ্রি, প্রতি মাসে ৭৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত ভাতা।
IELTS লাগবে না।
ডেডলাইন: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
৩. ডেনমার্ক – DARA রিসার্চ ফেলোশিপ ২০২৫
প্রোগ্রাম: পোস্টডক রিসার্চ।
সাবজেক্ট: জেন্ডার স্টাডিজ, হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশনস।
স্কলারশিপ: প্রায় ২৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত গবেষণা অনুদান।
ডেডলাইন: ২৯ আগস্ট ২০২৫।
৪. কানাডা – McGill University স্কলারশিপ ২০২৫
প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।
সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, পাবলিক পলিসি।
স্কলারশিপ: প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা, সাথে রিলোকেশন ও থিসিস সাপোর্ট।
ডেডলাইন: অক্টোবর ২০২৫।
৫. যুক্তরাষ্ট্র – George Mason University PhD স্কলারশিপ
প্রোগ্রাম: পিএইচডি।
সাবজেক্ট: AI, মাইক্রোপ্রসেসর, কম্পিউটার আর্কিটেকচার, সাইবার সিকিউরিটি।
স্কলারশিপ: টিউশন ফ্রি, হেলথ ইনস্যুরেন্স, মাসিক ভাতা প্রায় ২.৫ থেকে ৩ লাখ টাকা।
সেমিস্টার: স্প্রিং/ফল ২০২৬।
৬. মালটা – University of Malta স্কলারশিপ ২০২৫
প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।
সাবজেক্ট: হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স।
স্কলারশিপ: ১০০% টিউশন ফি ছাড় – আনুমানিক ৫ থেকে ৮ লাখ টাকা বাঁচবে।
ডেডলাইন: ৩১ অক্টোবর ২০২৫।
৭. সৌদি আরব – King Fahd University স্কলারশিপ ২০২৬
প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।
সাবজেক্ট: পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, কম্পিউটার, কেমিক্যাল, মেকানিক্যাল।
স্কলারশিপ: মাসিক ভাতা, আবাসন, বিমা, টিকিট। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সুবিধা।
ডেডলাইন: ৩১ জুলাই ২০২৫।
৮. চায়না – Schwarzman স্কলারশিপ ২০২৬–২৭
প্রোগ্রাম: মাস্টার্স।
সাবজেক্ট: গ্লোবাল অ্যাফেয়ার্স, লিডারশিপ, পাবলিক পলিসি।
স্কলারশিপ: মাসিক ভাতা, টিউশন, বিদেশ ভ্রমণ, ল্যাপটপ – প্রায় ৩০ লাখ টাকার সুবিধা।
ডেডলাইন: ১০ সেপ্টেম্বর ২০২৫।
৯. অস্ট্রেলিয়া – ANU PhD স্কলারশিপ ২০২৫
প্রোগ্রাম: পিএইচডি।
সাবজেক্ট: যে কোনো রিসার্চ ভিত্তিক বিষয় – STEM, সোশ্যাল সায়েন্স, মেডিকেল।
স্কলারশিপ: বছরে ৩৮,১৫৪ অস্ট্রেলিয়ান ডলার – প্রায় ২৮ লাখ টাকা।
ডেডলাইন: অগাস্ট–অক্টোবর।
১০. সিঙ্গাপুর – A*STAR ACIS স্কলারশিপ ২০২৫–২৬
প্রোগ্রাম: পিএইচডি।
সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, বায়োটেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউরোসায়েন্স।
স্কলারশিপ: ফুল ফান্ডিং, মাসিক ভাতা, গবেষণা ভ্রমণ প্রায় ৩০ লাখ টাকা।
ডেডলাইন: ১ আগস্ট ২০২৫।
১১. UNSW Scientia স্কলারশিপ ২০২৫ – অস্ট্রেলিয়া
প্রোগ্রাম: ব্যাচেলর (অনার্স)।
সাবজেক্ট: সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, মিডিয়া।
স্কলারশিপ: বছরে ১০,০০০ ডলার – আনুমানিক ৮ লাখ টাকা।
ডেডলাইন: ডিসেম্বর ২০২৫।
১২. University of Canberra স্কলারশিপ ২০২৫
প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।
সাবজেক্ট: সোশ্যাল সায়েন্স, পাবলিক হেলথ, এডুকেশন, মিডিয়া।
স্কলারশিপ: সর্বোচ্চ ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার প্রায় ৩৭ লাখ টাকা।
ডেডলাইন: জুন–নভেম্বর।
১৩. সুইজারল্যান্ড – WIPO Young Experts Program ২০২৬–২৭
প্রোগ্রাম: ফেলোশিপ / রিসার্চ ওয়ার্ক।
সাবজেক্ট: ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পলিসি, টেক ও ইনোভেশন।
স্কলারশিপ: প্রতি মাসে ৫০০০ CHF – প্রায় ৬৫,০০০ টাকা মাসিক (২ বছর)।
ডেডলাইন: ১৪ আগস্ট ২০২৫।
আবেদন করার আগে এই পোস্টের পাশাপাশি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত গাইডলাইন ও শর্তাবলী ভালো করে দেখে নিবেন। প্রত্যেকটি স্কলার
শিপের ডেডলাইন কঠোর, দেরি না করে সময়মতো আবেদন সম্পন্ন করুন।
যাদের জন্য এই তথ্য প্রয়োজন, তাদের সাথে শেয়ার করুন যাতে সবাই সুযোগ নিতে পারে। আপনাদের সাফল্যের জন্য শুভকামনা রইল!
#FullScholarship
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url