মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়
ক্যামেরা কেনার আগে যা খেয়াল করবেনমোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। ব্যাটারি যতক্ষণ সচল রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি ফোন ভালো ভাবে ব্যবহার করতে পারবেন। তাই এই ব্যাপারটি খুবই জরুরী।
মোবাইলের ব্যাটারি কে দীর্ঘ স্থায়ী করার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনার ব্যাটারি দীর্ঘ দিন পর্যন্ত টেকসই করবে। তাই চলুন জেনে নিই মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় সম্পর্কে।
পেজ সূচিপত্র : মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়
- মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়
- মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
- মোবাইল চার্জে দিলে গরম হয় কেন
- মোবাইল গরম হয়ে গেলে করণীয়
- মোবাইল গরম হয়ে গেলে ক্ষতি কি
- ডাটা চালু করলে মোবাইল গরম কেন হয়
- মোবাইল ঠান্ডা করবেন কিভাবে
- মোবাইল চার্জ দেরিতে কেন হয়
- মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে করণীয়
- লেখকের শেষ মন্তব্য
মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়
আপনার ফোনের ব্যাটারি যদি ডাউন হয়ে যায় তাহলে ফোন আর অন হবে না। তাই ফোন চালানোর জন্যে ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। যদি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফোন দীর্ঘ সময় চালনা করা সম্ভব হবে। আপনার ফোনের ব্যাটারি বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ভুল পদ্ধতি তে চার্জ দেওয়ার ফলেও ব্যাটারি নষ্ট হয়ে যায়। এখন ফোনে ব্যাটারি একদম এটাচ হয়ে থাকে। তবে আপনি যদি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন এক নজরে সে টিপস গুলো সম্পর্কে ভালো ভাবে জেনে নিই।
১. ১০০% চার্জ করবেন না
আমরা অনেকেই ফোন চার্জ করার সময় একদম ফুল চার্জ করে থাকি। আমাদের মাঝে প্রচলিত এমন ধারণা রয়েছে যে, ব্যাটারি যদি একশ শতাংশ চার্জ করি তাহলে স্মার্ট ফোনের ব্যাটারি ভালো থাকে। কিন্তু আসল সত্য হলো এই যে আপনি যদি ১০০% ফোন চার্জ করেন তাহলে তা আপনার ফোনের ব্যাটারির জন্যে ক্ষতিকর। আমরা আমাদের ফোনে যে ব্যাটারি ব্যবহার করে থাকি তা সে গুলো হলো লিথিয়াম আয়নের ব্যাটারি। যদি আপনার ফোনে শতভাগ চার্জ না করেন কিংবা কিছু পরিমাণ কম চার্জ থাকলে তা আপনার ফোনে ব্যাটারির উপর কম চাপ সৃষ্টি করে।
আর যদি সব সময় একদম ফুল চার্জ করে থাকেন তাহলে তা আপনার ব্যাটারির উপর চাপ তৈরি করে থাকে। আর তাই আপনার ব্যাটারি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং আয়ু কমতে থাকে। তাই ব্যাটারি কে ভালো কর্মক্ষম রাখতে ও ব্যাটারি থেকে চাপ কমাতে আপনি চার্জ লেভেল ৩০ থেকে ৮০ শতাংশ এর মধ্যে রাখতে পারেন। এর ফলে ব্যাটারির উপর চাপ পড়বে না এবং ব্যাটারি দীর্ঘ দিন পর্যন্ত টেকসই করবে। গড়ে আপনি ব্যাটারি চার্জিং লেভেল ৮০ শতাংশ পর্যন্ত রাখতে পারেন। অর্ধেকের কাছাকাছি যখন চার্জ চলে আসবে তখন চার্জ দিবেন। আপনার যদি দরকার হয় তাহলে কয়েক বার পর্যন্ত চার্জ দিতে পারেন।
২. সারা রাত ফোন চার্জে না রাখা
আমাদের মধ্যে অনেকেরই একটা বদ অভ্যাস রয়েছে যে তারা সারা দিন ফোন টিপে তারপর ঘুমাতে যাওয়ার আগে চার্জ দিয়ে থাকেন। এটি মোটেও ভালো কোনো কাজ নয়। এতে করে ব্যাটারির স্থায়িত্ব নষ্ট হয়। আপনি যখন সারা রাত ব্যাটারি কে চার্জ করতে থাকেন তখন ব্যাটারির ভোল্টেজ অনেক বেশী হয়ে যায়। এটি লিথিয়াম আয়ন ব্যাটারির জন্যে খুবই ক্ষতিকর। আবার ফোন যদি দীর্ঘ সময় ধরে চার্জে লাগানো থাকে তবে তা গরম হয়ে যায়। যার ফলে ব্যাটারির রাসায়নিক কর্ম ক্ষমতা কমে যায়।
৩. চার্জিং দেওয়ার সময় গেম না খেলা কিংবা ভিডিও না দেখা
অনেককেই দেখা যায় চার্জিং দেওয়ার সময়ও ফোন চালাতে থাকেন। এটি মোটেও কোনো ভালো ব্যাপার নয়। তাই গেম খেলা কিংবা ভিডিও দেখার সময় আপনি ফোন চার্জে দিবেন না। কিংবা ফোন চার্জ দেওয়ার সময় কখনো গেম খেলবেন না বা ভিডিও দেখবেন না। কারন ফোন যখন চার্জে দেওয়া হয় তখন যদি ফোন চালু থাকে তাহলে ব্যাটারি তাড়াতাড়ি গরম হয়ে যায়। ব্যাটারি দ্রুত গরম হওয়ার কারনে ব্যাটারির উপর চাপ পড়ে। যার ফলে ব্যাটারির কার্য ক্ষমতা হ্রাস পেতে থাকে।
৪. বালিশের নিচে ফোন রেখে চার্জ দেওয়া
আপনি যদি বালিশের নিচে ফোন রেখে তা চার্জে লাগান তাহলে এমন কাজ গুলো থেকে এখনই বিরত থাকুন। কেননা আপনি যদি বালিশের নিচে ফোন রেখে তা চার্জে লাগান তাহলে বাতাস চলাচলে সমস্যা হওয়ায়, ব্যাটারি অনেক দ্রুত গরম হয়ে যায়। যার ব্যাটারি ক্ষয় প্রাপ্ত হয়৷ তাই এই ধরনের বদ অভ্যাস বাদ দিয়ে চেষ্টা করুন ফোন খোলা মেলা অবস্থায় চার্জ দেওয়া।
৫. তাপমাত্রার প্রতি সচেতনতা
তাপমাত্রা যদি বেশী পরিমাণে থাকে কিংবা কম হয়ে থাকে তাহলে তা লিথিয়াম ব্যাটারির ক্ষতির কারণ হতে পারে। আর তাই এই ব্যাপার গুলো ভালো ভাবে খেয়াল রাখবেন। যখন অনেক রোদ থাকবে তখন দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করবেন না। তাহলে ফোন গরম হয়ে যাবে এবং ব্যাটারি ক্ষয় প্রাপ্ত হবে।
৬. ফোনে ব্যাটারি সেভার মোড অন রাখুন
আপনার ফোনে ব্যাটারির যত্নে ব্যবহার করতে পারেন ব্যাটারি সেভার মোড। এর ফলে ব্যাটার লাইফ ভালো দিন পর্যন্ত থাকবে। সকল ফোন গুলোতেই এই ফিচারটি রয়েছে। তাই আপনিও চাইলে এই ফিচারটি অন করে ব্যাটারি ক্ষয় হওয়া থেকে রক্ষা করতে পারেন। আপনি আপনার ফোনে উপর থেকে টান দিলেই ডাটা, ওয়াইফাই এর সাথে পেয়ে যাবেন এই সেভার ফিচারটি। চাপ অন করার পর থেকেই এটি কাজ করা শুরু করে দিবে। আপনি যদি চান এই ফিচার ম্যানুয়ালি এক্টিভ করতে তাহলে সেটিংসে গিয়ে করে আসতে পারেন।
৭. অ্যাপস ও সফটওয়্যার আপডেট করে নেওয়া
আপনার ফোনে উক্ত কোম্পানি কয়েক মাস পরপর আপডেট নিয়ে আসে। তারা এতে আরো কিছু সুবিধা যোগ করে। এর মধ্যে রয়েছে ব্যাটারি সুরক্ষা। যদি আপডেট না দিয়ে থাকেন তবে আপনার ফোনে দেখা যাবে চার্জ হচ্ছে না, চার্জ বেশীক্ষণ ধরে রাখতে পারছে না ব্যাটারি ফলে তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। এরূপ সমস্যা সমাধান করার জন্যে আপনার আপডেট করার বিষয়টি চলে আসে। আপনি যদি ফোন ভালো ভাবে আপডেট করতে পারেন তবে দেখবেন যে ফোনের অধিকাংশ বাগ গুলো ফিক্স হয়ে গিয়েছে।
৮. ব্রাইটনেস লো রাখা
আপনি আপনার ফোনে কেমন ব্রাইটনেস ব্যবহার করছেন সে বিষয়টির উপরও নির্ভর করে থাকে ব্যাটারির ক্ষমত। আপনি যদি কমিয়ে ব্রাইটনেস ব্যবহার করেন এটি এক দিকে যেমন আপনার চোখের জন্যে ভালো হবে অন্য দিকে ব্যাটারি লাইফ বাড়াতেও কাজ করবে। যদি ব্রাইটনেস বেশী ব্যবহার করে থাকেন তবে আপনার চোখের উপর এসে আলোর তীব্রতা পড়বে এবং চোখের ক্ষতি করবে। এর সাথে এটি ব্যাটারিরও অনেক ক্ষয় করবে।
তাই চোখের স্বাস্থ্য ও ব্যাটারির স্বাস্থ্য কে ভালো রাখতে আপনি ব্রাইটনেস কমিয়ে ফোন ব্যবহার করতে পারেন। আবার স্কিন টাইম আউট ও সর্বোচ্চ ৩০ সেকেন্ড এ রাখবেন। এতে করে সব সময় স্কিন অন থাকবে এবং ব্যাটারও সেভার হবে।
৯. ফোনের অপ্রয়োজনীয় ফিচার গুলো বন্ধ করুন
আপনার ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে চাইলে আপনাকে অপ্রয়োজনীয় ফিচার গুলো বন্ধ করে রাখতে হবে। আপনি যে ফিচার গুলো ব্যবহার করেন না সে গুলো রেখেই কি লাভ হবে। তাই সে গুলো কে বন্ধ করে রাখুন। এর ফলে দেখবেন আগে যে পরিমাণে চার্জ ক্ষয় হচ্ছিল তার থেকেও কম পরিমাণে চার্জ কাটবে। বিভিন্ন ডিভাইস যেমন হেড ফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি ব্লুটুথ ডিভাইস গুলো অটো কানেক্ট যদি থাকে তবে সে গুলো কে অফ করে নিন। আপনার ওয়াইফাই যদি কাজে না লাগে তবে অফ করে রাখতে পারেন।
১০. বিশেষ ফিচার ব্যবহার করা
আপনি ফোনে পুশ নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আপনার ডিসপ্লে কে ডার্ক মোড করে ব্যবহার করতে পারেন। নোটিফিকেশন, কল, কী বোর্ড প্রেসের জন্যে ভাইব্রেশন ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার ব্যাটারি লাইফ অনেক কম খরচ হবে। ফোনে যদি ইমেইল, ক্যালেন্ডার এবং অন্য অ্যাপ গুলো অটো সিল্ক থাকলে তা অফ করে রাখুন। এই কাজ গুলো করার মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি লাইফ সেভ করতে পারেন।
মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় সম্পর্কে অনেকেই জানেন না। সারা দিন ফোন চালানের পর অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে থাকে। এটি মোটেও ঠিক নয়।
ফোন চার্জ দেওয়ার জন্যে আপনাকে সঠিক কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এর ফলে আপনার ব্যাটারি দীর্ঘ দিন যাবৎ পর্যন্ত ভালো থাকবে। তাই আপনার ফোন চার্জ দেওয়ার নিয়ম গুলো সম্পর্কে জেনে নেওয়া উচিত। ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে নিম্নেক্ত পন্থা গুলো অবলম্ব করুন।
- ফোনে সব সময় চার্জের স্কেল রাখবেন ৫০ থেকে ৯০ শতাংশ। বিশেষ করে ৫০ শতাংশ এর কম হলেই ফোন চার্জে বসাবেন।
- আপনার ফোনের চার্জ যদি ৯০ থেকে ৯৫ শতাংশ হয়ে থাকে তাহলে চার্জ খুলে ফেলবেন। এরপর আর চার্জিং দিবেন না।
- আবার চার্জের পরিমাণ ২০ শতাংশের কমে নিয়ে আসবেন না। এমন হলেই ফোন চার্জে বসিয়ে দিবেন।
- মোবাইল চার্জে দিয়ে কখনো ব্যবহার করবেন না।
- ফোনে অনেক সময় অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করা হয়ে থাকে। এই গুলো প্রয়োজন না হলে ডিলিট করে দিবেন। এই গুলোর কারনে ব্যাটারি ক্ষয় প্রাপ্ত হয় এবং অতিরিক্ত চার্জ শেষ হয়।
মোবাইল চার্জে দিলে গরম হয় কেন
অনেক সময় ফোন চার্জে দেওয়ার সময় তা গরম হয়ে যায়। এরূপ সমস্যা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আপনি যদি ফোন চার্জে দিয়ে ব্যবহার করে থাকেন তবে তা গরম হওয়ার কারন হতে পারে। আবার যদি অতিরিক্ত ফাস্ট চার্জার ব্যবহার করেন তবে সেই কারণেও আপনার ফোন গরম হয়ে যেতে পারে। প্রসেসর যদি অতিরিক্ত কাজ করে থাকে বা কাজের চাপ পড়ে তবে তা গরম হয়ে যেতে পারে। ফোন যদি কোনো আবদ্ধ জায়গা যেমন বালিশের নিচে দিলে, এরূপ ক্ষেত্রে গরম বাতাস বের হতে পারে না। ফলে ফোন গরম হয়ে যায়।
মোবাইল গরম হয়ে গেলে করণীয়
বিভিন্ন কারনে ফোন গরম হয়ে যেতে পারে। যেমন আপনি যদি সূর্যের আলো তে ফোন ব্যবহার করেন তবে তা গরম হয়ে যেতে পারে। তাই ফোন যদি গরম হয়ে যায় তবে দ্রুত ঠান্ডা স্থানে সরিয়ে নিতে হবে। যদি বেশী পরিমাণে গরম হয়ে যায় তবে কিছু সময়ের জন্যে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। উচ্চ রেজুলেশনের গেম বা অ্যাপ ব্যবহার করার ফলে ফোন গরম হয়ে যেতে পারে। এই রূপ ক্ষেত্রে আপনি অ্যাপ বা গেম বন্ধ করে দিতে পারেন।
আরো পড়ুন : DJI ড্রোন ক্যামেরার ভিডিও শুটিং জানুন
অনেক সময় অতিরিক্ত চার্জ হওয়ার কারনে ফোন গরম হয়। তাই চার্জ থেকে খুলে রাখুন। ফোনে পুরু কভার ব্যবহার করলে তা খুলে রাখুন। যদি তাও গরম না কমে ফোন বন্ধ করে রাখুন।
মোবাইল গরম হয়ে গেলে ক্ষতি কি
মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় সম্পর্কে জেনেছেন। কম্পিউটারে যেমন কুলিং থাকে, মোবাইলে কিন্তু তেমন সুবিধা নেই। যার ফলে মোবাইল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তবে ব্যাটারি ও অনেক যন্ত্রাংশের কার্যকরিতা কমে যায়। যার কারনে ফোনের গতি হ্রাস পায়। কোনো অ্যাপে যদি আপনি ডুকতে যান তখন অনেক বেশী পরিমাণে সময় নেয়। বেশী গরমের কারনে ফোন অনেক সময়ে নিজে নিজেই বন্ধ হয়ে আবার চালু হয়। মোবাইল গরম হওয়ার কারনে ব্যাটারি, মাদারবোর্ড সহ আরো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়।
ডাটা চালু করলে মোবাইল গরম কেন হয়
মোবাইলে যদি ডাটা চালু থাকে ফোন গরম হয়ে যায়। কারণ ডাটা চালু থাকলে ফোনের অ্যাপ গুলো বা আরো যে অংশ গুলো রয়েছে সে গুলো কাজ করতে থাকে। ফোনের বিভিন্ন ফিচার ও অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনেট ব্যবহার করার ফলে সক্রিয় হয়ে যায়। এর ফলে ফোনের প্রসেসর ও ব্যাটারির উপর চাপ পড়ে। আর এই কারণেই ফোন গরম হয়ে যায়। কোনে এলাকায় যদি নেটওয়ার্ক দূর্বল থাকে তবে ডাটা সংযোগ রক্ষা করার জন্যে ফোনের এন্টেনা বেশী পরিমাণে কাজ করে। যার কারনে ফোন গরম হয়ে যায়।
মোবাইল ঠান্ডা করবেন কিভাবে
আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে গেলে তা ঠান্ডা করার জন্যে প্রথমে এর কেস খুলে ফেলুন। অল্প কিছু সময়ের জন্যে ফ্লাই মোড অন করে রাখুন। ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদির মতো যে ফিচার গুলো রয়েছে সে গুলো সময়ের জন্যে বন্ধ রাখুন। আপনার মোবাইলটি কে কোনো শীতল বা ছায়ায় রাখুন। আবার বেশী বুঝে ফ্রিজে রাখতে যাবেন না। মোবাইল ৩৫ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় ভালো কাজ করে। তাই ফোন কে এই তাপমাত্রায় রাখুন।
মোবাইল চার্জ দেরিতে কেন হয়
মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় সম্পর্কে জেনেছেন। বিভিন্ন কারণে মোবাইলে চার্জ দেরিতে হয়ে থাকে। যেমন আপনার ফোনের ক্যাবল যদি খারাপ থাকে তাহলে চার্জ দেরিতে উঠবে। অ্যাডাপ্টার যদি নিম্ন ক্ষমতা সম্পন্ন হয় তাহলে চার্জ উঠতে দেরি হবে। ইউএসবি পোর্টে সমস্যার কারনেও এটি হয়ে থাকে। যদি ব্যাকগ্রাউন্ডে বেশী সংখ্যক অ্যাপ চালু থাকে, ব্যাটারিতে সমস্যা থাকে ও চার্জিং পোর্টে ময়লা জমে যাওয়া ইত্যাদি।
মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে গেলে করণীয়
আপনার ফোনে যদি চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে কিছু কাজ করতে পারেন। যেমন ডার্ক মোড অন করে নিন। স্কিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। ফোন বারবার চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। ফোনে থাকা থার্ড পার্টি অ্যাপ গুলো বন্ধ করুন। প্রয়োজন নেই এমন অ্যাপ গুলো আনইন্সটল করে দিন। ফোন চার্জ হওয়ার পরেও প্লাগ অন রাখবেন না। উক্ত কাজ গুলো করলে একটা সমাধান পেতে পারেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় সম্পর্কে। আশা করি এই বিষয় গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি নিজের ফোনের ব্যাটারি গুলো কে দীর্ঘ স্থায়ী করতে চান তাহলে এই কাজ গুলো করতে পারেন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে করতে পারেন। বিষয়টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 250109
বাংলা লিপির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url